রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

সংসার জীবন নিয়ে চঞ্চল চৌধুরী সহজ স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:১১

শেয়ার

সংসার জীবন নিয়ে চঞ্চল চৌধুরী সহজ স্বীকারোক্তি
ছবি: সংগ্রিহিত

অভিনেতা চঞ্চল চৌধুরী ও শান্তা দম্পতির বিবাহবার্ষিকী আজ। এ উপলক্ষে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের একটি পারিবারিক ছবি শেয়ার করে স্ত্রী শান্তাকে শুভেচ্ছা জানিয়েছেন চঞ্চল। যেখানে নস্টালজিক এই অভিনেতা তাঁর ভুলে যাওয়ার ‘অসুখের’কথা উল্লেখ করেন।

ওই পোস্টে চঞ্চল চৌধুরী বলেন, ‘এই ছবিটা অনেক বছর আগের! আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোনো এক পত্রিকার ফটোসাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে, আমার স্ত্রী শান্তা এবং আমাদের ছেলে শুদ্ধকে দেখা যাচ্ছে। শুদ্ধ (ছেলে) তখন অনেক ছোট।’

তবে আজ যে তাঁদের বিবাহবার্ষিকী, সেই আসল কথাই এখনও বলেননি চঞ্চল! পোস্টে তিনি বললেন, ‘আসল কথাই বলতে ভুলে গেছি। আজ যে আমাদের বিয়ের দিন, সেটাও যেমন ভুলে গেছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না! কিছুক্ষণ আগে শান্তা যখন কিছু একটা লিখে মনে করালো, ভেতরে কিছুটা লজ্জা ও অপরাধবোধও কাজ করছিল! সত‍্যিই আমার মনে ছিল না।

তাঁর সহজ স্বীকারোক্তি, ‘প্রায় বছরই এ রকম ঘটে! অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও, সাংসারিক জীবনে কিন্তু আমার ব‍্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মতো! এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোনো বড় অভিযোগ আসেনা বলেই এখনও টিকে আছি!’

সবশেষে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে স্ত্রী শান্তাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান চঞ্চল।

প্রসঙ্গত, সর্বশেষ এই অভিনেতাকে পর্দায় দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসবও ‘ইনসাফ’সিনেমায়। দুটি সিনেমাতেই প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এদিকে, আগামী অক্টোবরে রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে চঞ্চল চৌধুরীর।



banner close
banner close