বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আবারো প্রমাণ করেছেন যে তিনি কেবল পর্দার সাহসী অভিনেত্রীই নন, মানবিক ইস্যুতেও দৃঢ়ভাবে অবস্থান নিতে জানেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়ে তিনি গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের সমর্থনে সরব হন।
স্বরা বিক্ষোভে বলেন, ‘ফিলিস্তিনিরা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্ট করে বলেছে, তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়। এটা নিছক ভূমি দখল নয়, বরং একটি জাতির পরিচয় ও অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি ইসরায়েলি জিম্মিদের জন্য সহানুভূতি দেখান, তবে তাকে ফিলিস্তিনিদের প্রাণহানির বিষয়েও কথা বলতে হবে। হামাসের হামলাগুলো এক ধরনের প্রতিক্রিয়া, দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা। অথচ এখন সব দোষ তাদের ঘাড়ে চাপানো হচ্ছে।’
স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থান তুলে ধরে বলেন, ‘ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে। নিপীড়িতদের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।’
ফিলিস্তিন সংকট নিয়ে স্বরার এমন অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যদিও এই অবস্থানের কারণে তাকে ভারতে সমালোচনা ও ট্রলের মুখে পড়তে হচ্ছে। তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রামে তার ফলোয়ার কমে যাচ্ছে এবং নানা কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছেন।
তবুও থেমে নেই স্বরা। সামাজিক মাধ্যমে এবং সরাসরি আন্দোলনের ময়দানে ফিলিস্তিনের জন্য তার প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
আরও পড়ুন:








