সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেলো দেব-শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ‘ধূমকেতু’। সিনেমা মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন এই তারকা জুটি।
আর সেখানেই ঘটে যায় এমন এক ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মন্দিরে পুজা দিতে বসে দেবকে জিজ্ঞাসা করা হয়, কার কার নামে পুজো দিতে চান? দেব একে একে মায়ের, বাবার, দিদির নাম বলেন। সবশেষে নিজের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর নামও বলেন।
এমনকি গোত্র জানতে চাইলে অভিনেতা হাসিমুখে উত্তর দেন, ‘গোত্র মা জানেন’। পাশে বসা শুভশ্রীও এই ঘটনায় হাসি চাপতে পারেননি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কেও কিছু বলে দেন তিনি।
প্রাক্তনকে পাশে বসিয়ে বর্তমান প্রেমিকার নামে পূজা দেয়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও বিভিন্ন মজার মজার মন্তব্য করছেন।
আরও পড়ুন:








