বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ ঝাড়লেন কৌশিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ১১:৪১

শেয়ার

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ ঝাড়লেন কৌশিক
ছবি: সংগৃহীত

বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় বিতর্কের ঝড় উঠেছে কলকাতায়। সম্প্রতি দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জন যুবককে আটক করে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত কিছু নথি ছিল বাংলায় লেখা।

এই নথি অনুবাদের জন্য ট্রান্সলেটর চেয়ে একটি চিঠি পাঠায় দিল্লি পুলিশ। সেখানেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়। আর এতেই বাঙালি সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে এই ভাষাগত তকমা ঘিরে এবার ক্ষোভ প্রকাশ করলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়।

এছাড়াও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী রূপম ইসলামসহ একাধিক বিশিষ্টজন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কৌশিক।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে কৌশিক লেখেন, বাংলা ভাষা আমার প্রিয় বিষয় শুধু নয়, আট বছর ধরে আমি বাংলা ভাষায় শিক্ষকতা করেছি। বাংলাদেশি ভাষার টেক্সট বলে কোনো কিছুর অস্তিত্ব আছে বলে জানতাম না। সেই ভাষা অনুবাদ না করলে তদন্ত বিঘ্নিত হচ্ছেএই চিঠিতে পড়লাম।

সবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, বাংলা ভাষা থেকে হাজারটা আঞ্চলিক উপভাষা তৈরি হলেও টেক্সট একমাত্র বাংলা।



banner close
banner close