বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

বক্স অফিসে চলছে সাইয়ারা’র দাপট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৪:০২

শেয়ার

বক্স অফিসে চলছে সাইয়ারা’র দাপট
ছবি: সংগৃহীত

বলিউডের বক্স অফিসে এই মুহূর্তে চলছে নতুন দুই তারকা অহান পান্ডে এবং অনীত পান্ডার রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ছবি সাইয়ারা’র দাপট। অন্যদিকে অজয় দেবগনের বড় বাজেটের ছবি সন অফ সর্দার ২ বক্স অফিসে নিজের অবস্থান তৈরির জন্য লড়াই করছে।

মোহিত সুরি পরিচালিত সাইয়ারা তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ভালো আয় করছে। ছবিটি ১৮ জুলাই মুক্তি পায় এবং মাত্র তিন সপ্তাহেই এটি বিশাল সাফল্য পেয়েছে। তৃতীয় মঙ্গলবারেও ছবিটি ২ কোটি ১৮ লাখ টাকা আয় করেছে।

এই নতুন তারকা জুটির রসায়ন এবং ছবির গানগুলো দর্শকদের মন জয় করে নিয়েছে। এখন পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩০৯ কোটি ৭০ লাখ টাকায় যা নিঃসন্দেহে বক্স অফিসে এক দুর্দান্ত সাফল্য।

অন্যদিকে, ১ আগস্ট মুক্তি পাওয়া অজয় দেবগনের অ্যাকশন এন্টারটেইনার ‘সন অফ সর্দার ২’ বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারছে না। বিশাল তারকা কাস্ট থাকা সত্ত্বেও, ছবিটি প্রত্যাশা অনুযায়ী দর্শক টানতে ব্যর্থ হচ্ছে।

মুক্তির প্রথম দিনে ৭ কোটি ২৫ লাখ টাকা আয় করলেও পঞ্চম দিনে এসে এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি টাকায়। ছবিটির নির্মাণ ব্যয় ছিল ১৫০ কোটি টাকা।



banner close
banner close