প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জিনিসে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তদন্তে ফরেনসিক রিপোর্ট তৈরি ও আগামী ৩১ আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
একই সঙ্গে শুনানি শেষে আদালত আগামী ৩১ আগস্টের মধ্যে এসব জিনিস কেন মেঘনা আলমের জিম্মায় ফেরত দেওয়া হবে না তার কারণ দর্শানোর আদেশ দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তাকে।
মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত। মেঘনা আলমের জব্দকৃত জিনিসের মধ্যে রয়েছে, পাসপোর্ট, আইফোন-১৬ প্রো-ম্যাগবুক, অপো মোবাইল ফোন ও ল্যাপটপ।
এসব তথ্য নিশ্চিত করেছেন মেঘনা আলমের আইনজীবী মহিমা বাঁধন ও মহসিন রেজা।
এর আগে গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। পরে তার ৩০ দিনের আটকাদেশ বাতিল হয়েছিল।
গত ১৭ এপ্রিল ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে গত ২৮ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করেন। পরদিন ২৯ এপ্রিল তিনি কারামুক্ত হন।
আরও পড়ুন:








