বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন শাকিব খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ১৮:২৭

শেয়ার

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন শাকিব খান
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মেগাস্টার শাকিব খান শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, ‘আল্লাহ যেনো আহতদের দ্রুত সুস্থতা দান করেন।’

গভীর সমবেদনা জানাই উল্লেখ করে শাকিব বলেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।



banner close
banner close