বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সালমানের প্রাক্তন সংগীতার বাড়িতে ভাঙচুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৭:৪১

আপডেট: ২০ জুলাই, ২০২৫ ১৭:৪১

শেয়ার

সালমানের প্রাক্তন সংগীতার বাড়িতে ভাঙচুর
ছবি: সংগৃহীত

বলিউডের সালমান খানের পর তার ঘনিষ্ঠরাও যেন ভালো নেই। গত বছর সালমানের মুম্বাইয়ের বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এরপর গুলি করে মেরে ফেলা হলো নায়কের ঘনিষ্ঠজন বাবা সিদ্দিকিকে। এরপর থেকেই বাড়ানো হয় সালমানের নিরাপত্তা; এখনও নায়ক চলছেন সেই নিরাপত্তার মাঝেই।

এমন আবহে এবার সালমানের আরও এক ঘনিষ্ঠের বাড়িতে হলো ভাংচুরের ঘটনা। মূলত, সালমানের চর্চিত প্রাক্তন প্রেমিকা ও ঘনিষ্ঠ বন্ধু সংগীতা বিজলানির বাড়িতে হামলা চালানো হয়েছে। দিন কয়েক আগেই সংগীতার জন্মদিনে গিয়েছিলেন সালমান। তার দিন কয়েক পরই ঘটল এই ঘটনা। আর সে থেকেই জল্পনা, সালমান খানের পর কি এবার পরবর্তী নিশানা তার প্রাক্তন?

ভারতীয় গণমাধ্যমের খবর, সংগীতার পুনের গ্রামের বাড়িতে ঘটে এই হামলার ঘটনা। গত ১৮ জুলাই দীর্ঘদিন পর নিজের গ্রামের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন দুই গৃহকর্মীও। কিন্তু বাড়িতে পৌঁছে চোখ কপালে ওঠে তাদের। দেখেন, প্রধান লোহার দরজা ভাঙা, জানালার গ্রিল কাটা।

অভিনেত্রী জানান, ভেতরে ঢুকেই দেখতে পান একটি টিভি সেট চুরি হয়েছে, আরেকটি ভাঙা। ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজারেটরসহ আরও অনেক ঘরোয়া জিনিসপত্র।

ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন সংগীতা। পুলিশের প্রাথমিক অনুমান, এমন ভাংচুরের এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। সব দিক খতিয়ে দেখছে তারা।



banner close
banner close