বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী কাং সিও হা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১১:২৫

আপডেট: ১৫ জুলাই, ২০২৫ ১১:৩১

শেয়ার

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী কাং সিও হা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পাকস্থলীর ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কে-ড্রামার জনপ্রিয় অভিনেত্রী কাং সিও হা। মাত্র ৩১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অভিনেত্রীর পরিবারের এক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তার শেষকৃত্যের অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সিও হার শেষকৃত্য হবে সিউল সেন্ট মেরিস হাসপাতালের ব্যানপো ডং-এ অবস্থিত ফিউনারেল হলের রুম ৮-এ। সিউল মেমোরিয়াল পার্কে দাহ করার পর তার দেহ জন্মস্থান হামান, সাউথ গিয়ংসাং প্রদেশে সমাহিত করা হবে।

অভিনেত্রীর বোন তার মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি লেখেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের এবং আমার খেয়াল রেখেছ।’

তিনি আরও লেখেন, ‘যত কষ্টই হোক, তুমি সবসময় বলতে কৃতজ্ঞ যে আরও খারাপ কিছু হয়নি। তখন আমি নিজেকে খুব লজ্জিত মনে করতাম। আমার প্রিয় বোন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। যেখানে আছো, সেখানেই সুখে থেকো, কষ্টমুক্ত থেকো।’

১৯৯৪ সালে জন্ম নেয়া কাং সিও হা কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টসের স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করেন। অভিনয়জীবন শুরু করেন ব্রেভ গাইসের মিউজিক ভিডিও ‘গেটিং ফারদার অ্যাওয়েদিয়ে। তবে আলোচনায় আসেন নাটক ‘ফার্স্ট লাভ এগেইন’-এ অভিনয়ের মাধ্যমে। পরে তিনি ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘থ্রু দ্য ওয়েভস’, ‘অ্যাসেম্বলি’ এবং ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় কে-ড্রামায় অভিনয় করে দর্শকদের মনে স্থান করে নেন।



banner close
banner close