বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

আমাদের গল্প শোনা যাচ্ছে এখন বিশ্বজুড়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৪:৫৩

শেয়ার

আমাদের গল্প শোনা যাচ্ছে এখন বিশ্বজুড়ে
ছবি: সংগৃহীত

নির্মাতা মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত ‘Sand City’ এবার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ অফিসিয়াল সিলেকশন হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তাদের টিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে।

আমাদের মেধাবী নির্মাতা মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত ‘Sand City’ এবার এবার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল -এ অফিসিয়াল সিলেকশন হয়েছে।

অভিনন্দন জানিয়ে মেহজাবীন লিখেছেন, ‘এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। ‘Sand City’ টিমকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আমাদের গণমাধ্যম এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথ কভারেজ দেবে।

আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে জানানো খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সিনেমা এখন বেড়ে উঠছে, সীমা ছাড়িয় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে। আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে।



banner close
banner close