বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

সংকটাপন্ন সংগীতশিল্পী ফরিদা পারভীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৩:০৪

শেয়ার

সংকটাপন্ন সংগীতশিল্পী ফরিদা পারভীন
ছবি: সংগৃহীত

দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারো কয়েকদিন আগে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ভাওইয়া শিল্পী ও গীতিকার এ কে এম মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে গণমাধ্যমকে বলেন, ‘সকালে গাজী ভাইয়ের (ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম) সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন ফরিদা আপার অবস্থা বেশ সঙ্কটাপন্ন। তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। তিনি ফরিদা আপার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।

এদিকে সোমবার রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজী ভাই আরও বলেছেন, ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার পরিবারের সবার খারাপ লাগছে। এমন কাজ থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন।

ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির রোগ, শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এ সংগীতশিল্পী।



banner close
banner close