বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

অবকাশ যাপনে শ্রীলঙ্কায় শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১১:৩৯

শেয়ার

অবকাশ যাপনে শ্রীলঙ্কায় শবনম ফারিয়া
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অবকাশ যাপন করছেন শ্রীলঙ্কায়। তিনি সেখানকার মনোরম কোকোনাট হিল, মিরিসাতে ছুটি কাটাচ্ছেন। নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেছেন।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন ফারিয়া। কালো পোশাক আর কাঁধে ঝোলানো ছোট ব্যাগে তাকে দারুণ মানিয়েছে।

তার রূপের প্রশংসায় কমেন্ট বক্স ভরে উঠেছে।

কোকোনাট হিলের প্রাকৃতিক সৌন্দর্য ফারিয়াকে মুগ্ধ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’ যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।

এই ভ্রমণকে ফারিয়া তার স্বপ্ন পূরণের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও লেখেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই কিন্তু হৃদয়ে গেঁথে রইলো চিরদিনের মতো।

উল্লেখ্য, শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন।



banner close
banner close