রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

‘বেবিটা আমার বোনের’, গুজব নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৯:১৭

শেয়ার

‘বেবিটা আমার বোনের’, গুজব নিয়ে মুখ খুললেন তানজিন তিশা
তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিভিন্ন সময় নানান গুঞ্জন ছড়ায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধারণকৃত একটি টকশোতে হাজির হয়ে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

টকশোতে ব্যক্তিজীবনের পরিকল্পনা নিয়ে তিশা বলেন, ‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’ এরপরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের প্রস্ততি চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি।

তবে এই গুজবকে হালকাভাবে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন,এসব গুজব শুনে আমি আর আমার পরিবার সবাই খুব হেসেছি। কারণ, ওই বেবিটা আমার না। সে আমার বোনের।

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বক্তব্য রাখায় তানজিন তিশা প্রশংসা কুড়াচ্ছেন ভক্তদের কাছ থেকে। অনুষ্ঠানটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনাও তৈরি হয়েছে।



banner close
banner close