সময়টা ভালোই যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সাম্প্রতিক সময়ে নানা ব্যস্ততা শেষে রয়েছেন ছুটির আমেজে। বেশ কয়েকদিন হলো ফ্র্যান্সের প্যারিসে অবস্থান করছেন অভিনেত্রী। তার সাম্প্রতিক পোস্টগুলোই বলে দেয় এই ছুটি কতটা উপভোগ করছেন মেহজাবীন।
পরিচালক আদনান আল রাজিবকে নিয়ে এখন সুখের সংসার মেহজাবীনের। গেলো কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্বও করেছেন আদনান। সেখানে ছিলেন মেহজাবীনও।
এবার খানিকটা বিরতি নিয়ে আদনানকে নিয়ে প্যারিসের রাস্তায় ঘুরঘুর করে কাটাচ্ছেন মেহজাবীন। কোথাও ঘুরতে বের হলেই একসঙ্গে ফ্রেমবন্দী হন তারা, উপভোগ করেন নিজেদের সেরা মুহূর্তগুলো।
তবে এবার প্যারিসের রাস্তায় ফ্রেমবন্দী হলেন শুধু অভিনেত্রী নিজেই। পরনে আকাশি রঙের পোশাকে পোজ দিয়েছেন সেখানকার ঐতিহ্যবাহী ক্যাফে ব্রাসেরির সামনে থেকে। সেখানে এক মোহনীয় লুকে নজর কাড়েন অভিনেত্রী। ফুটে ওঠে তার রূপের স্নিগ্ধতা।
আরও পড়ুন:








