সোমবার

২৬ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৮ জিলক্বদ, ১৪৪৬

কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি, শুভেচ্ছা বার্তায় যা বললেন শাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১৯:৪০

শেয়ার

কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি, শুভেচ্ছা বার্তায় যা বললেন শাকিব
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা। শনিবার উৎসবের ৭৮তম আসেরর সমাপনী দিনে বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’।

দেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ পুরো ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।

এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন এই নায়ক। একটি ফটোকার্ড শেয়ার করে শাকিব খান লেখেন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাশ! আদনান ও টিম ‘আলী’।

শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লেখেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি। ’

এর আগে গেল শুক্রবার ‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয়। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব। ’

সিনেমাটির গল্পে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

বলে রাখা যায়, বাংলাদেশি চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসব বরাবরই এক স্বপ্নের নাম। সেই স্বপ্নের প্রথম স্পর্শ আসে ২০০২ সালে, তারেক মাসুদের ‘মাটির ময়না’ যখন নির্বাচিত হয় কানের প্যারালাল সেকশন ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে ২০২১ সালে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয়। এটিই ছিল প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রের কানের মূল কাঠামোয় প্রবেশ।

banner close
banner close