শনিবার

২৪ মে, ২০২৫
১০ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, পাশের বাসায় আশ্রয় নিলেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১৬:৪৪

শেয়ার

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, পাশের বাসায় আশ্রয় নিলেন
বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সকালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার বনানীর বাসায় এ ঘটনা ঘটে। পরিবারসহ অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে এই শিল্পী জানান।

বাপ্পা মজুমদার বলেন, ‘ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখি। আগুনের আঁচ এসে মুখে লাগে। ঘাবড়ে যাই, কী করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।

এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। এরপর অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা।

বাপ্পা মজুমদার এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।

বাপ্পা জানান, ঘটনাটা ভোরের, তাই ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আসতে পেরেছে, আর এ জন্য হয়তো বড় কোনো আঘটন ঘটেনি।

banner close
banner close