শনিবার

২৪ মে, ২০২৫
১০ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

মা আমার অনুপ্রেরণা: উর্বশী রাউতেলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ০৯:৫১

শেয়ার

মা আমার অনুপ্রেরণা: উর্বশী রাউতেলা
ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে এবার আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার পোশাক নির্বাচন নিয়ে অনুরাগীরা অসন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশীর পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসবের মাঝেও অভিনেত্রীর মন ভালো নেই।

কারণ, এই প্রথমবার তিনি মাকে ছাড়া কান চলচ্চিত্র উৎসবে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মায়ের অসুস্থতার কারণেই তাকে সঙ্গে আনতে পারেননি। সম্প্রতি এক বড় দুর্ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হুইলচেয়ারে চলাফেরা করছেন। এই কারণে মাকে সঙ্গে না আনতে পারার আক্ষেপ প্রকাশ করেছেন উর্বশী।

উর্বশী বলেন, ‘মা আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার কারণে তিনি হুইলচেয়ারে আটকে আছেন। কিন্তু এই কঠিন সময়ে মায়ের মনের জোরই আমাকে অনেক এগিয়ে দেয়।’

চলচ্চিত্র জগতে উর্বশীর পরিবারের কেউ যুক্ত নন। তাই এই যাত্রাপথ তার জন্য মোটেই মসৃণ ছিল না। এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না আনতে পারার জন্য তিনি অনুতপ্ত।

banner close
banner close