রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২১ জিলক্বদ, ১৪৪৬

বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেয়া হচ্ছে ডিবি কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১৫:৩৬

শেয়ার

বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেয়া হচ্ছে ডিবি কার্যালয়ে
ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনো নুসরাত ফারিয়াকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে।

রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে। তবে সেই মামলায় এখনো তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম।

ওসি মাজাহারুল ইসলাম জানান, ‘নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলমান।’

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

banner close
banner close