মঙ্গলবার

১৩ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৫ জিলক্বদ, ১৪৪৬

চিরকুটের ‘দামী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে, ২০২৫ ২১:৫৯

শেয়ার

চিরকুটের ‘দামী’
চিরকুটের ‘দামী’

দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ-বিদেশে তাদের গানের শ্রোতা ছড়িয়ে-ছিটিয়ে আছে। যাদের জন্য স্টেজ শোয়ের পাশাপাশি নতুন গান প্রকাশ করে থাকে দলটি। এরই ধারাবাহিকতায় ব্যান্ডটি এবার তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর প্রথম গান প্রকাশ করেছে। যার শিরোনাম ‘দামী’। গানটি লিখেছেন ও সুর করেছেন শারমীন সুলতানা সুমী। এ ছাড়া ড্রামস, মিউজিক ও সাউন্ড প্রোডাকশনের দায়িত্বে ছিলেন পাভেল আরিন, রিদম গিটারে ছিলেন রায়হান ইসলাম শুভ্র, লিড গিটারে দিব্য নাসেরসহ বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ছিলেন আরও অনেকে। গানটি মিউজিক ভিডিও আকারে চিরকুটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শেয়ার করা হয়েছে। এটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।

নতুন গান ‘দামী’ নিয়ে চিরকুট জানায়, তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’র প্রথম গান ‘দামী’। এ অ্যালবামে তাদের অন্যতম ভালোলাগার গান এটি। তাই দর্শকের কাছে গানটি ভালো লাগলেই তাদের ঘুমহীন দিনরাতগুলো সার্থক হবে। অ্যালবামের বাকি নয়টি গানসহ পুরো অ্যালবাম আর দুই-তিন দিনের মধ্যেই প্রকাশ কারা হবে বলেও জানায় চিরকুট।

২০২৩ সালে গানে গানে দুই দশক পার করে চিরকুট। তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায় ২০১০ সালে। এরপর নাটক-সিনেমার গানেও নাম লেখায় চিরকুট। এখন পর্যন্ত তাদের তিনটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। এখন চলছে চতুর্থ অ্যালবামের কাজ। নাম ‘পেন্ডুলাম’। চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’ প্রকাশ পায় ২০১৭ সালে।

banner close
banner close