বুধবার

৭ মে, ২০২৫
২৩ বৈশাখ, ১৪৩২
৯ জিলক্বদ, ১৪৪৬

স্টেজ শোতে ফিরছেন কুমার বিশ্বজিৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ২১:৪৬

শেয়ার

স্টেজ শোতে ফিরছেন কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ। ছবি: সংগৃহীত

অনেক দিন থেকেই গান থেকে খানিক দূরে কুমার বিশ্বজিৎ। বছর দুয়েক আগে একমাত্র ছেলে নিবিড় দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর গান থেকে নিজেকে সরিয়ে নেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। দুই বছর ধরে স্ত্রীসহ তিনি কানাডাতেই অবস্থান করছেন। 

জানা গেছে, আবারও স্টেজ শোতে ফিরছেন কিংবদন্তি এই গায়ক।

আগামি মাস থেকেই শুরু হবে তার ব্যস্ততা। এমনতা জানিয়েছেন কুমার বিশ্বজিৎ নিজেই। কানাডার টরন্টো দিয়ে শুরু করে এরপর প্যারিস, নিউজিল্যান্ড, কাতার এবং অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দলবল নিয়ে স্টেজ শো করবেন তিনি।

গণমাধ্যমকে কুমার বিশ্বজিৎ বলেন, ‘অনেক দিন ধরে আয়োজকরা চাইলেও কোনোভাবে ইচ্ছা করছিল না কোথাও গাওয়ার।

গান তো ইমোশন দিয়ে করার ব্যাপার, সত্যি বলতে সেই ইমোশন কাজ করছিল না। এর মধ্যেও অনুরোধে গত দুই বছরে দু-একটা স্টেজ শো করতে হয়েছে।’ 

এরপর বললেন, ‘শ্রোতারাও আমার পরিবারের একটা অংশ। চার দশকের বেশি সময় ধরে তাদের সঙ্গে গানে গানে সুরে সুরে সুখ-দুঃখ ভাগ করে নিয়েছি।

সেই পরিবার থেকেও দূরে আছি। চিন্তা করে দেখলাম, শ্রোতাদের জন্য গান করা উচিত। তাই এ বছরেই স্টেজ শোতে ফিরছি।’

তার ছেলে নিবিড়ের পরিস্থিতি উন্নতির দিকে তাই কয়েকটি স্টেজ শোতে পারফরম করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজিৎ। বললেন, ‘এখন যেহেতু নিবিড়ের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে, তাই কয়েকটি স্টেজ শোতে পারফরম করার সিদ্ধান্ত নিয়েছি।

বেশ কিছুদিন ধরে কয়েক দেশের আয়োজক স্টেজ শোর ব্যাপারে যোগাযোগ করছিলেন। পরিস্থিতি বুঝেশুনে তাঁদের আয়োজনে গাইতে সম্মত হয়েছি।’

তিনি জানান, আগামী ২২ জুন কানাডার টরন্টোতে একটি কনসার্টে গাইবেন। এরপর জুলাইতে প্যারিসে কনসার্ট করবেন। নিউজিল্যান্ডেও কনসার্ট নিয়ে কথা চলছে তার। আগস্টে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট করবেন। এরমধ্যে ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গান গাইবেন। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড় কানাডায় মারাত্মক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন। গেল এক বছর কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে আছেন নিবিড়। 

 

 

banner close
banner close