শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

প্রথমবার গল্প ভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৫ ১৯:৩১

শেয়ার

প্রথমবার গল্প ভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ
সাদিয়া ইসলাম মৌ ও নিদ্রিতা। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো গল্প ভিত্তিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘তুমি রবে নীরবে’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। গানটিতে কণ্ঠ দিয়েছেন টরন্টো প্রবাসী গজল শিল্পী শিরিন চৌধুরী।

গতকাল শনিবার রাজধানীর তিনশো ফিটে শুরু হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং।

এরপর বনানী কবরস্থান, সংসদ ভবন এলাকার পর আজ এর দৃশ্য ধারণ হচ্ছে মিরপুরে। এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগত ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতার গল্পে এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এখানে মায়ের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ এবং তার মেয়ের চরিত্রে দেখা যাবে মডেল নিদ্রিতা সরকারকে।

নির্মাতা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় শুটিং করা হলেও তার স্বপ্ন ছিল বনানী কবরস্থানে শুটিং করার।

তার সে স্বপ্ন পূরণ হয়েছে এর মধ্য দিয়ে। এছারাও তিনি এও জানান, সংসদ ভবন এলাকার মতো জনবহুল এরিয়াতে কোনোপ্রকার প্রটোকল এবং বাধা-নিষেধ ছাড়া নির্বিঘ্নে শুটিং করেছেন, যা তার কাছে অনেকটাই অকল্পনীয় এই সময়ে।

চয়নিকা চৌধুরী কালের কণ্ঠকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকেই একটি গল্পের মাধ্যমে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে। এই গানের মধ্য দিয়ে অনেক বছর পর মিউজিক ভিডিও নির্মাণ করছি, তাছাড়া গল্পভিত্তিক কোনো মিউজিক ভিডিওতে এটাই প্রথম কাজ মৌয়ের।

মিউজিক ভিডিও হলেও এখানে কোনো লিপসিং নেই, পুরোটাই গল্প প্রধান।

যে মা হারিয়েও থাকে সন্তানদের হৃদয়ে, নিঃশব্দে— ট্যাগলাইনে এই মিউজিক ভিডিওটি পৃথিবীর সকল মাকে উৎসর্গ করে নির্মিত হচ্ছে। আগামী ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে মিউজিক ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।



banner close
banner close