অভিনয়ে শম্পা নিজাম।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শম্পা নিজাম। ছোট পর্দার পাশাপাশি কাজ করেছেন বড় পর্দায়ও। মায়ের চরিত্রে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। দেখতে দেখতে অভিনয় জগতে ২০ বছরে পা দিয়েছেন শম্পা নিজাম।
কাজ পাগোল এই অভিনেত্রীর আসছে ঈদেও বেশ কয়েকটি নাটক প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে। জানিয়েছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন দর্শকদের জন্য কাজ করে যেতে চান।
শম্পা নিজাম বলেন, বিনোদন জগতে ২০০৫ সালে যাত্রা শুরু করেছিলাম আর এখন ২০২৫ সাল। দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল পথ চলাটা। ছোট পর্দার পাশাপাশি অন্তত দশটা বড় পর্দায় কাজ করেছি।
তিনি বলেন, এখন বেশিরভাগই কাজ করছি নাটকে। ধীরে ধীরে এ পর্যন্ত সবার সাথে কাজ হয়েছে আমার। নাটকের পাশাপাশি ওবিসি করি। এভাবেই ব্যাস্ত সময় কেটে যাচ্ছে রঙিন দুনিয়ায়।
শম্পা নিজাম বলেন, নাটক তো অগণিত করেছি। গোনা যাবে না। কারণ গুনে রাখার মত নাটক না। এখন এত কাজ করি বলে শেষ হবে না। মাসে দেখা যায় যে ২৫ দিনই কাজ করা হয়।
তিনি আরও বলেন, সব মিলিয়ে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সব সময় যেন কাজ করতে চাই কাজকে প্রচুর ভালোবাসি। যত দিন বাঁচব কাজই করে যাবো।
সম্প্রতি শম্পা নিজাম কাজ করেছেন 'পাপ জন্ম' নামের একটি নাটকে। নাটকটিতে তিনি হালের সেনসেশন আরোশ খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আসছে রোজার ঈদে প্রচারিত হবে নাটকটি।
এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি সকাল আহমেদের 'পাপ জন্ম' নাটকের কাজ শেষ করেছি। নাটকটিতে মেইন ক্যারেক্টার করেছে আরশ খান আর তাসনুভা তিশা। আমি আরশের মা এই গল্পে। খুব ভালো একটা কাজ করলাম। গল্পটা এত ভালো বলে বোঝানো যাবে না।
শম্পা নিজাম বলেন, ঈদ উপলক্ষে 'পাপ জন্ম' ছাড়া আরও বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। আমার বিশ্বাস প্রতিটি নাটক দর্শকপ্রিয়তা পাবে।








