বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

আবারো কাজ শুরু করেছেন অভিনেত্রী প্রভা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫ ১৪:৩৫

শেয়ার

আবারো কাজ শুরু করেছেন অভিনেত্রী প্রভা
ছবি: সংগৃহীত

আবারো আগের মতো কাজ শুরু করেছেন প্রভা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন। সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেত্রী। তাকে নিয়ে মিডিয়ায় কয়েকবারই প্রেমের গুঞ্জন উঠেছে।

এক সময় জনপ্রিয়তার শীর্ষে উঠে যাওয়ার পর ছিটকে পড়েন তিনি। এর পেছনে ছিল নানা কারণও। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সেসবই। অভিনেত্রীর কথায় উঠে এলো মিডিয়ার সিন্ডিকেটের কথা।

তিনিও পড়েন সিন্ডিকেটের মাঝে তা জানিয়ে প্রভা বলেন, ‘সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।’

প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না। ইভেন এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।’

শেষে অভিনেত্রী বলেন, ‘এমন একটার কিছুর মধ্যে, এ ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে, আদৌ শুরু হয়েছে কিনা, কোনোকিছুই টের পাইনি, কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি।’

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্যা মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়।

banner close
banner close