শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

দেব-মিঠুন চক্রবর্তীর নতুন ছবি, শুটিং শুরু জুনে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৪৯

শেয়ার

দেব-মিঠুন চক্রবর্তীর নতুন ছবি, শুটিং শুরু জুনে
ছবি: সংগৃহীত

২০১৯ সালে অতনু রায়চৌধুরী প্রতিষ্ঠা করেন বেঙ্গল টকিজ, এবং সেই থেকেই লেকভিউ রোডের অফিসে বাগদেবী সরস্বতীর আরাধনা করছেন তিনি। অতনু জানান, "আমাদের শিল্প-সংস্কৃতির দেবী সরস্বতী, তার আরাধনা না করলে তো কিছুই হয় না!"

এদিনও অতনু রায়চৌধুরীর পাশে ছিলেন দেব। পূজার সঙ্গে একযোগে তিনি ঘোষণা করলেন ‘প্রজাপতি ২’-এর আনুষ্ঠানিক সূচনা। আগামী জুন মাসে লন্ডনে শুটিং শুরু হবে, যেখানে মিঠুন চক্রবর্তী ও দেবকে দেখা যাবে। ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের ডিসেম্বরে, বড়দিনের দিন।

‘প্রজাপতি ২’-এর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অভিজিৎ সেন, কাহিনি-চিত্রনাট্যকার ও পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়, প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা।

বাঙালির পূজায় বিশেষ আকর্ষণ থাকে ভূরিভোজে। প্রসাদ হিসেবে ছিল প্রচুর ফল এবং মিষ্টি, আর দুপুরের মেন্যুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, রাধাবল্লভি, ছোলার ডাল, দইবড়া, পনির বাটার মসলা, পাঁপড় এবং গুলাব জামুন। তবে এদিনের আয়োজনে কাজের চাপ একেবারেই ছিল না, শুধুই আড্ডা এই মেজাজে অতীতে ফিরে গিয়েছিলেন লীনা, তনুশ্রী, অতনু এবং অন্যান্য অতিথিরা।

কাহিনি-চিত্রনাট্যকার-পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় জানালেন বাড়ির বদলে তারও অফিসে পূজা হয়। সারা বছর চিত্রনাট্য লেখালেখির পরও মন দিয়ে দেবীর আরাধনা করেন তিনি। তনুশ্রীর বাড়িতে প্রতি বছর পূজা হয়। তিনি বললেন, ছোটবেলার অভ্যাস, অঞ্জলি দেব না। সেই ধারা বজায় রয়েছে আজও। পূজা দিয়ে তবে কুল খেয়েছি। পরনে বাসন্তী রঙা সিল্কের শাড়ি ও মানানসই গহনা। খোলা চুল, লাল টিপ, হালকা রূপটানে কিশোরীবেলাকে মনে করিয়েছেন অভিনেত্রী। এদিন প্রত্যেক পুরুষ পাঞ্জাবি-পাজামায় শোভিত ছিলেন।

banner close
banner close