শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

আজ সকালে আদালতে আত্মসমর্পণ করবেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৫ ০৯:৪০

আপডেট: ২৭ জানুয়ারি, ২০২৫ ১০:৪০

শেয়ার

আজ সকালে আদালতে আত্মসমর্পণ করবেন পরীমণি
ছবি: সংগৃহীত

ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে আত্মসমর্পণ করবেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার সকালে আত্মসমর্পণ করতে পরীমণি আদালতে যাবেন। আমরা তার জামিন আবেদন করব। আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন।’

এর আগে মামলাটিতে গতকাল রোববার পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

২০২২ সালের ৬ জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন-পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

এতে আরও বলা হয়, বাদী নাসির উদ্দিন মাহমুদকেও পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হলে পরীমণি বাদীর মাথায় এবং বুকে আঘাত করেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

banner close
banner close