শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

ওপার বাংলার ডাকের অপেক্ষায় ফারিণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৫ ১৩:৩০

শেয়ার

ওপার বাংলার ডাকের অপেক্ষায় ফারিণ
ফাইল ছবি

গত বছর ক্যারিয়ারের সফলতম বছর পার করেছেন ফারিণ। গত বছরের আলোচিত ছবি, গান কিংবা ওটিটি কনটেন্ট, সবেতেই তাঁর উপস্থিতি। নতুন বছরেও হাতে রয়েছে অনেক কাজ। এরমধ্যে আলোচনায় রয়েছে পশ্চিমবঙ্গের তারকা দেবের সঙ্গে ‘প্রতীক্ষা’য় অভিনয়ের বিষয়টি।

তবে ভিসা জটিলতার কারণে ছবিটি থেকে সরে আসেন তাসনিয়া ফারিণ। সম্প্রতি নতুন ছবি ‘প্রজাপতি ২’-এর ঘোষণা দিলেন দেব। ফের গুঞ্জন ছড়াল, এই ছবিতে দেখা যাবে ফারিণকে। 

অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ থেকে ফারিণ সরে এসেছিলেন বটে। তবে ছবিটিও আর হয়নি; বরং ‘প্রজাপতি ২’ হতে যাচ্ছে অভিজিতের সেই ছবি। যেখানে দেব ছাড়াও থাকবেন মিঠুন চক্রবর্তীর মতো নন্দিত অভিনেতা। তবে নায়িকা এখনো চূড়ান্ত করা হয়নি।

এর মধ্যে শোনা যাচ্ছে, ফারিণকে দেখা যাবে ছবিটিতে। এ নিয়ে নির্মাতা অবশ্য মুখ খোলেননি। ফারিণের কাছ থেকেও মেলেনি সম্ভাবনার আলো। তিনি বলেন, ‘পত্র-পত্রিকার খবরগুলো আমার নজরেও এসেছে। আসলে আমার সঙ্গে চূড়ান্ত কোনো আলাপ হয়নি।

কনফার্ম হলে আমি নিজেই জানাব।’ ২০২৩ সালে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে পশ্চিমবঙ্গে অভিষেক হয় ফারিণের। সে ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। ফলে এটুকু আঁচ করাই যায়, টালিগঞ্জে ফারিণের কদর রয়েছে। সেখানে অন্য কোনো ছবি করছেন না? এ প্রশ্নের বিপরীতেও অপেক্ষায় রাখলেন তিনি। বলেন, ‘এখনকার পরিস্থিতি তো একটু ব্যতিক্রম। একদম চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না।’

গত বছর কাজল আরেফিন অমির ওয়েব ছবি ‘অসময়’-এ অভিনয় করেছেন ফারিণ। ছবিটি ব্যাপক আলোচনাও তৈরি করেছিল। এবার অমির ‘হাউ সুইট’-এ অভিনয় করলে। কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে শুটিং। প্রকাশ্যে এসেছে ফার্স্টলুক পোস্টারও। যেখানে হাস্যোজ্বলরূপে দেখা দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নাম ‘হাউ সুইট’ হলেও শুটিংয়ে একটু তিক্ত ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাদের। একটি দৃশ্যের শুটিংয়ে আহত হয়েছিলেন ফারিণ, অপূর্ব ও সাইদুর রহমান পাভেল। ছবিটির অভিজ্ঞতা জানতে চাইলে ফারিণ বলেন, ‘বেশ মজার ছিল। অ্যাকসিডেন্টের কারণে অবশ্য একটা তিক্ত অভিজ্ঞতা হলো। এ ছাড়া খুব মজার মধ্যেই প্রতিদিন শুটিং করেছি আমরা। এখন আপাতত সবাই সুস্থ। তবে আমার হয়তো একটা প্লাস্টিক সার্জারি করানো লাগতে পারে।’

‘হাউ সুইট’ রোম্যান্টিক-কমেডি ছবি। ভালোবাসা দিবস উপলক্ষে এটি মুক্তি পাবে বঙ্গতে। এ ছাড়া ভ্যালেন্টাইন উপলক্ষে কোনো নাটক করছেন কি? ‘ভালোবাসা দিবসে নাটক আসতেও পারে, না-ও পারে। আগের কিছু নাটক করা আছে। তবে নতুন করে এখনো কোনো নাটকের শুটিং করিনি’—জবাব দিলেন ফারিণ।

গত বছর ‘ফাতিমা’ দিয়ে দেশের বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে পুরস্কারও জিতেছিল। এরপর নতুন কোনো ছবিতে অভিনয় করছেন কি না, তা এখনই বলতে চান না ফারিণ। এ ছাড়া গেল বছর ভিকি জাহেদের সিরিজ ‘চক্র’তে অভিনয় করেও অসামান্য সাড়া পেয়েছেন তিনি। এই সিরিজের দ্বিতীয় সিজন আসার কথা মার্চ-এপ্রিল নাগাদ। তবে এখনো শুটিং শিডিউল হয়নি বলে জানালেন অভিনেত্রী।

বলতে গেলে, ক্যারিয়ারের সফলতম বছর পার করেছেন ফারিণ। গত বছরের আলোচিত ছবি, গান কিংবা ওটিটি কনটেন্ট, সবেতেই তাঁর উপস্থিতি। শিহাব শাহীনের ছবি ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শককে। ওয়েবে ছিলেন ‘অসময়’ ও ‘চক্র’-এর মতো কাজে। আবার বছরের অন্যতম জনপ্রিয় গান ‘রঙে রঙে রঙিন হবো’ গেয়েছেন তাহসানের সঙ্গে। বছরটি নিয়ে পর্যালোচনা জানতে চাইলে ফারিণ বলেন, ‘নিঃসন্দেহে একটি দুর্দান্ত বছর পার করেছি। অনেক কাজ বাণিজ্যিকভাবে সফল হয়েছে। কণ্ঠশিল্পী হিসেবেও অভিষেক হয়েছে আমার। নতুন বছরেও সাফল্যের সেই ধারা অব্যাহত রাখতে চাই।’

banner close
banner close