শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

ক্রাইম পেট্রোল অভিনেতাকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৫ ১২:০৪

শেয়ার

ক্রাইম পেট্রোল অভিনেতাকে কুপিয়ে জখম
রাঘব তিওয়ারি। ছবি : সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’র অভিনেতা রাঘব তিওয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী অভিনেতার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি রড দিয়ে আঘাতও করেছেন।

হামলার শিকার হওয়ার পর থানায় যান রাঘব। তার অভিযোগ, হামলার শিকার হওয়ার পর বিষয়টি থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

রোববার  হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর শপিং করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব। তারপর গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি স্কুটারের মুখোমুখি হন। নিজের ভুল থাকায় স্কুটার চালককে সরিও বলেন তিনি। কিন্তু সরি বলার পরও তর্ক শুরু করেন চালক। গালিগালাজও করতে থাকেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একপর্যায়ে ওই স্কুটার চালক ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মারেন। এছাড়াও চড়-থাপ্পড়ও মারা হয় অভিনেতাকে। এরপর রাঘব মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মাথায় অনেক সেলাই দেওয়া হয়।

এদিকে রাঘব তিওয়ারির পুলিশে অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি বলে জানিয়েছেন রাঘব।

উল্লেখ্য, রাঘব তিওয়ারি ক্রাইম পেট্রোলে অভিনয়ের জন্য পরিচিত।

banner close
banner close