শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

ঢাকায় পার্লার দিলেন মৌসুমী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১৪:৪০

শেয়ার

ঢাকায় পার্লার দিলেন মৌসুমী
ছবি: সংগৃহীত

বিউটি পার্লার দিয়েছেন আরিফা পারভীন জামান মৌসুমী। গুলশান ১-এর ৮ নম্বর রোডে অভিনেত্রীর ‘রুশ মেকওভার’ নামের পার্লারটি। ‘কেয়ামত থেকে কেয়ামত’ অভিনেত্রী বর্তমানে রয়েছেন আমেরিকায়। তার অবর্তমানে পুত্রবধূ আয়েশা ও মেয়ে ফাইজা পার্লারটি দেখভাল করেন।

অভিনেতা ওমর সানী [মৌসুমীর স্বামী] বলেন, ‘আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি। গত মাসে চালুর পর থেকেই পার্লারটি বেশ ভালো চলছে। নারীদের বিশ্বস্ততা অর্জন করেছে। আগামী দিনে আরো কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর।

 

banner close
banner close