শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মা হচ্ছে নিমরাত কৌর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১১:১৫

শেয়ার

মা হচ্ছে নিমরাত কৌর
ছবি: সংগৃহীত

অভিষেক বচ্চনের সঙ্গে নাম জুড়ে অভিনেত্রী নিমরত কৌর এখন প্রায় প্রতিদিনই থাকেন খবরের শিরোনামে। নেটিজেনদের ধারণা নিমরতের জন্যই নাকি ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্যে অশান্তি। ঠিক এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, নিমরতের একটি ছবি। 

যা দেখে নেটপাড়া বলতে শুরু করল, নিমরত অন্তঃসত্ত্বা। কেউ কেউ আবার বলেই দিলেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা আর কেউ নন, অভিষেক বচ্চন!

খবরটা ছড়িয়ে পড়ে নিমরতের এক ছবি থেকেই। যেখানে নিমরতের পেট প্রকাশ্যে আসে। নিমরতের মেদযুক্ত পেট দেখেই অনেকে মনে করতে শুরু করেন, তিনি অন্তঃসত্ত্বা। 

তবে জানা গেছে, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। সোশ্যালে ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্চে। এই খবর একেবারেই ভ্রান্ত। তবে এই বিষয়ে নিমরতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়! এর মাঝেই গুঞ্জন উঠে, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর! এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। তার জন্যেই কি জুনিয়র বচ্চন দম্পতির সংসারে অশান্তি? জল্পনা তুঙ্গে।

নেটপাড়াতেও ঐশ্বরিয়া রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে ট্রল-মিমের পাহাড়। অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙার জন্যে অনেকেই নিমরতকে দায়ী করেছেন! সেই প্রসঙ্গে মুখও খুলেন অভিনেত্রী।

সম্প্রতি ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা মুখে না আনলেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।” পাশাপাশি সিঙ্গল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন তিনি।

banner close
banner close