শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

বাবার সঙ্গে হলো না শেষ দেখা, শোকে কাতর রাইমা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ১৮:১৪

আপডেট: ২০ নভেম্বর, ২০২৪ ১৮:১৮

শেয়ার

বাবার সঙ্গে হলো না শেষ দেখা, শোকে কাতর রাইমা
ছবি: সংগৃহীত

ভারতের খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা আর নেই। ৮৩ বছর বয়সে ১৯ নভেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বাবার এই প্রয়াণে গভীর শোকে আচ্ছন্ন রাইমা সেন। 

রাইমা যখন কলকাতায় বাবার মৃত্যু সংবাদ পান, তখন তিনি দিল্লিতে ছিলেন। কাজের কারণে মায়ের সঙ্গে দিল্লি গিয়েছিলেন, তাই বাবার শেষ সময়ে তার পাশে থাকতে পারেননি। বাবার সঙ্গে শেষ দেখা হওয়ার সুযোগও হয়নি, এবং এই কষ্ট রাইমার কাছে একেবারে অল্প সময়ের মধ্যে সহ্য করা সম্ভব হয়নি।

অশ্রুসিক্ত চোখে অভিনেত্রী রাইমা গণমাধ্যমে বলেছেন, “শেষ সময় পাশে থাকতে পারলাম না। বাবাকে খুব মিস করব।” 

এর আগে একটি সাক্ষাৎকারে রাইমা বাবাকে নিয়ে অনুভূতি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “কলকাতার বাড়িতে মা-বাবার সঙ্গেই বরাবর থাকি। তাই বেশি রাত করে বাড়ি ফেরার আগে দুবার ভাবি।’

প্রসঙ্গত, ১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে ভরত-মুনমুনের বিয়ে দেন। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এ সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা সেন। জানা যায়, এর কারণে নাকি তিনি এক বছর তাদের সঙ্গে কথা বলেননি। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য দূর হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা কন্যা। তখনো স্বামীর সমর্থন পেয়েছিলেন এ অভিনেত্রী। এভাবেই এক সঙ্গে ৪৬ বছর তারা কাটিয়ে দিয়েছেন।

banner close
banner close