শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

যে কারণে দ্য উইচার ছাড়ছেন সুপারম্যান তারকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ১৭:৪১

শেয়ার

যে কারণে দ্য উইচার ছাড়ছেন সুপারম্যান তারকা
হেনরি কাভিল | ছবি: সংগৃহীত

সুপারম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া হেনরি কাভিল এরপর 'দ্য উইচার' সিরিজে যুক্ত হয়ে ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদেরও মুগ্ধ করেছেন। তিনি সিরিজটির তিনটি সিজন শেষ করেছেন। তবে শোনা যাচ্ছে, চতুর্থ মৌসুমে তিনি আর উইচার চরিত্রে অভিনয় করবেন না।

হলিউডভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, হেনরি কাভিল 'দ্য উইচার' ছাড়ছেন এবং তার পরিবর্তে চরিত্রটি করছেন লিয়াম হেমসওয়ার্থ।

অন্য একটি কারণ হতে পারে হেনরি কাভিলের সুপারম্যান চরিত্রে ফিরে আসার পরিকল্পনা। ডোয়াইন জনসন ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমার প্রচারের সময় স্পষ্টভাবে বলেছিলেন, তিনি চান সুপারম্যান এবং ব্ল্যাক অ্যাডামের মধ্যে একটি লড়াই দেখানো হোক। তিনি ডিসি ফিল্মসের শীর্ষ কর্মকর্তাদের এড়িয়ে হেনরি কাভিলের ক্যামিও উপস্থিতি নিশ্চিত করেন ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিতে। যা সুপারম্যানের ফিরে আসার গুঞ্জন তৈরি করে।

কিন্তু ব্ল্যাক অ্যাডাম বক্স অফিসে ভালো করতে না পারায় এবং ওয়ার্নার ব্রাদার্সে নেতৃত্বের পরিবর্তন আসার পর কাভিলের সুপারম্যান হয়ে ফিরে আসার পরিকল্পনাগুলো বাতিল হয়ে যায়। হেনরি ২০১৭ সালের ‘জাস্টিস লিগ’ সিনেমার পর সুপারম্যান হিসেবে পর্দায় আসেননি।

গুঞ্জন শোনা যাচ্ছে সুপারম্যানকে পর্দায় ফিরে আসতে দেখা যাবে আবারও। শিগগিরই শুরু হবে তার কাজ। সেজন্যই ‘দ্য উইচার’থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হেনরি।

তবে এটা এখনও অস্পষ্ট, ঠিক কোন কারণে সিরিজটি থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিলেন সুপারম্যান তারকা।

banner close
banner close