২০২৪ সালের শেষ প্রান্তে এসে কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান ভক্তদের হতবাক করেছেন। দীর্ঘ ২৯ বছরের সংসার শেষে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই অস্কারজয়ী শিল্পী।
সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। সায়রা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, বহু বছর একসঙ্গে থাকার পরও তাদের সম্পর্কের মধ্যে যে মানসিক চাপ ও দূরত্ব তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এ কারণে তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
বিবৃতিতে সায়রা আরও বলেন, "এই সিদ্ধান্ত নেওয়া একেবারে সহজ ছিল না। অনেক কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এখন শুধু চাই, সবাই আমাদের গোপনীয়তাকে সম্মান করবে এবং আমাদের একান্তে থাকতে দেবে।"
১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান। তাদের তিন সন্তান—খতিজা, রহিমা ও আমিন। তবে বিয়ের শুরুর দিকেই রহমানের সাক্ষাৎকারে উঠে এসেছিল, তাদের মধ্যে সাংস্কৃতিক মতবিরোধ ছিল। যদিও সে সময় তিনি বলেছিলেন, এই বিষয়গুলো বুদ্ধিমত্তার সঙ্গে সামলাচ্ছেন তারা।
এ আর রহমান জানিয়েছিলেন, সায়রা তার নিজের পছন্দের পাত্রী ছিলেন না। বিয়ের বয়স পেরিয়ে যাওয়ায় তিনি মাকে দায়িত্ব দিয়েছিলেন জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য। শেষপর্যন্ত সায়রা বানুর সঙ্গে বিয়ে হয় রহমানের। সেই বিয়ের ২৯ বছর পর পথচলায় ইতি টানলেন এই দম্পতি।








