শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মাওলানার সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়ালেন অভিনেত্রী স্বরা ভাস্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ১৫:০৪

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৪ ১৫:০৫

শেয়ার

মাওলানার সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়ালেন অভিনেত্রী স্বরা ভাস্বর
ছবি: সংগৃহীত

অভিনেত্রীদের হঠাৎ মোটা হয়ে যাওয়া অথবা রোগা হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপহাস করা কোনো নতুন কথা নয়। ঋতাভরী চক্রবর্তী থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই বচ্চন, এমন উপহাসের সম্মুখীন হতে হয়েছে প্রায় প্রত্যেককেই। স্বরা ভাস্বরও পাননি রেহাই। তবে এবার একেবারে অন্য একটি ব্যাপারে ট্রোলিংয়ের শিকার হতে হলো অভিনেত্রীকে।

স্বরা ভাস্বর এমন একজন অভিনেত্রী যিনি সর্বদা এমন কিছু চরিত্রে অভিনয় করেছেন, যার ফলে মানুষের চোখে তার ব্যক্তিত্বের সঙ্গে সংজ্ঞা একেবারেই অন্যরকম। সর্বদা স্পষ্টবাদী এই অভিনেত্রীকে সম্প্রতি মাথা ঢেকে দেখা তাই অবাক হয়ে গেলেন নেট দুনিয়ার বাসিন্দারা, জমিয়ে করলেন ট্রলও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে মাওলানার সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিনেত্রী। ছবিতে যে বিষয়টি সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল মাওলানার সঙ্গে দেখা করতে গিয়ে মাথায় ওড়না দিয়েছেন অভিনেত্রী, অনেকটা হিজাব পরার মতো।

ছবিটি দেখে নেট দুনিয়ার বাসিন্দারা অভিনেত্রীর স্বাধীনচেতা মনোভাবের বিষয়টি নিয়ে উপহাস করেছেন। একজন মেয়ে যে কিনা সব বিষয়ে স্বাধীনচেতা সে হঠাৎ করেই মাথায় হিজাব কী করে পরে নিল? প্রশ্ন উঠেছে এখানেই। অনেকে আবার বলছেন, ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ কত কিছুই না করতে পারে, স্বরাকে দেখেই সেটা স্পষ্ট হয়ে যায়।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে দ্রৌপদীর পোশাকের সঙ্গে হিজাবের তুলনা টেনে আনায় রীতিমতো ট্রলড হতে হয়েছিল অভিনেত্রীকে। একজন মুসলিম স্ত্রী হয়েও তিনি সর্বদা নিজের স্বাধীনচেতা মনোভাবকেই এগিয়ে রাখতেন, এমনটাই জানত সকলে। কিন্তু মাওলানার সামনে এভাবে মাথায় ওড়না অথবা হিজাব দিয়ে দাঁড়িয়ে ছবি পোস্ট করায় অভিনেত্রী সেই স্বাধীনচেতা মনোভাব নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করছেন সকলে। 

খবর- হিন্দুস্তান টাইমস

banner close
banner close