শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

কবে অবসর নিবেন জানালেন আমির খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ ১৬:৫২

শেয়ার

কবে অবসর নিবেন জানালেন আমির খান
বলিউড অভিনেতা আমির খান। ছবি: সংগৃহীত

সিনেমা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আমির খান!

তার সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ভরাডুবির পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন এই অভিনেতা। তবে সাবেক স্ত্রী কিরণ রাও, সন্তান জুনায়েদ খান ও তাঁর প্রযোজনা সংস্থার কর্মীরা মিলে আমিরকে মন বদলাতে সাহায্য করেন। তবে এবার অভিনয় ছাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন তিনি।

বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’তে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন। সমালোচক অনুপমা চোপড়ার সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, ৭০ বছর বয়সে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

আমির বলেন, অবসর নিয়ে শুরুতে তিনি দারুণ রোমাঞ্চিত ছিলেন। সকালে উঠে যোগব্যায়াম, পরিবারের সঙ্গে সময় কাটানোসহ অবসর জীবনের পরিকল্পনা বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে তিনি নতুন উদ্যমে কাজ শুরু করার কথা ভাবেন। তার ভাষায়, ‘আমি এখন একসঙ্গে ছয়টি প্রকল্পে হ্যাঁ বলেছি। এর আগে কখনোই এমনটা করেননি বলেও জানান তিনি।

আমির সবসময় একসঙ্গে একটি সিনেমায় কাজ করেন। তাই এই পরিবর্তন তার জন্য ব্যতিক্রম।

তিনি জানান, সম্ভবত আমি ক্যারিয়ারের শেষ ১০ বছরে প্রবেশ করেছি। তাই ভাবলাম, শেষ ১০ বছর সবচেয়ে বেশি কাজ করা উচিত। আমার বয়স এখন ৫৯ বছর, ৭০ পর্যন্ত কাজ করার মতো ফিট থাকব বলে আশা করি।

সাক্ষাৎকারে অনুপমা চোপড়া ও কিরণ রাও তার অবসরের পরিকল্পনায় কিছুটা আপত্তি জানিয়ে ক্লিন্ট ইস্টউডের মতো দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণ দেন। জবাবে আমির বলেন, তিনি একজন বিরল প্রতিভা।

ক্যারিয়ারের শেষ পর্যায়ে নতুন প্রতিভা তুলে আনার আকাঙ্ক্ষার কথা জানান আমির। তিনি বলেন, আমি যতটা সম্ভব নতুন প্রতিভাদের সমর্থন দিতে চাই। সেটা হতে পারে লেখক, নির্মাতা, গায়ক বা অভিনয়শিল্পী।

আমিরের এই নতুন পরিকল্পনা তার ভক্তদের জন্য যেমন চমকপ্রদ, তেমনি বলিউডে নতুন প্রতিভা আবিষ্কারে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

banner close
banner close