শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মনোবিজ্ঞানী আফজাল হোসেনের চমকপ্রদ উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪ ১৯:০৫

আপডেট: ৭ নভেম্বর, ২০২৪ ১৯:০৬

শেয়ার

মনোবিজ্ঞানী আফজাল হোসেনের চমকপ্রদ উদ্ধার অভিযান
আফজাল হোসেন | ছবি: সংগৃহীত

"একাধারে লেখক, বিজ্ঞাপন নির্মাতা, চিত্রশিল্পী ও নাট্য পরিচালক - আফজাল হোসেন, যিনি অভিনেতা হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। মঞ্চ, টেলিভিশন, সিনেমা এবং ওটিটি সিরিজে তার অভিনয় প্রশংসিত। এবার তিনি নতুন ওয়েব সিরিজ ‘মেসমেট’-এ মনোবিজ্ঞানীর চরিত্রে ফিরে আসছেন। ১৩ নভেম্বর বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।"

২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘কারাগার ২’ ওয়েব সিরিজে সর্বশেষ দেখা গিয়েছিল আফজাল হোসেনকে। এরপর শিহাব শাহীনের ‘বাবা সামওয়ান’স, ফলোয়িং মি’ ওয়েব ফিল্মে অভিনয়ের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। তবে সুস্থ হয়ে তিনি ফিরে এসেছেন ‘মেসমেট’ সিরিজে, যা এখন মুক্তি পাচ্ছে অন্তর্জালে।

পলাশ পুরকায়স্থর উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটির পরিচালনা করেছেন জন মিল্টন। সম্প্রতি বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। আড়াই মিনিটের ট্রেলারে দেখা যায়, মামুন নামের এক চরিত্র দুঃস্বপ্নে ভুগছে, যেখানে সে মানুষের মৃত্যু দেখে। তার দেখে যাওয়া স্বপ্ন বাস্তবে রূপ নেয়, আর এ কারণে পরামর্শ নিতে আফজালুর রহমান নামক এক মনোবিজ্ঞানীর সাহায্য নেন মামুন।

"‘মেসমেট’ সিরিজে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এছাড়া আরও অভিনয় করেছেন শিকদার মুকিত, আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, মাসুম বাশার, নাজমুস সাকিবসহ আরও অনেক অভিনয় শিল্পী।"

banner close
banner close