শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মিশর যাচ্ছেন মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ ১৪:০৭

শেয়ার

মিশর যাচ্ছেন মেহজাবীন
ছবি: সংগৃহীত

ছোট পর্দা ও ওটিটি দিয়ে দর্শকদের মন জয়ের পর সিনেমায় নাম লেখিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর তার অভিনীত সিনেমাগুলো প্রদর্শীত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে। নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে ফিরলেন তিনি। সেই রেশ না কাটতেই মিশরে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী।

এবার নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে মেহজাবীনের যাত্রা মিশরে। জানা গেছে, আগামী ১৩ থেকে ২২ নভেম্বর মিশরে বসবে আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ‘কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র ৪৫তম আসর। এই উৎসবে বিশ্বের অন্যান্য সিনেমাগুলোর সঙ্গে অংশ নিবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’।

এই উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে ‘প্রিয় মালতী’। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। গত ৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। পাশাপাশি নিজের ফেসবুকে বিষয়টি জানিয়েছেন মেহজাবীনও।

জানা যায়, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শো–গুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা রয়েছে নির্মাতা-অভিনেত্রীর।

 

banner close
banner close