শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

আজ মৌসুমীর জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১২:৩০

আপডেট: ৩ নভেম্বর, ২০২৪ ১২:৩১

শেয়ার

আজ মৌসুমীর জন্মদিন
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। আজ এ জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রাখলেন মৌসুমী।

বর্তমানে আমেরিকায় বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী।

এবারও অভিনেত্রী তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। গেল বছরের অক্টোবরে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। এর মধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। তবে ইচ্ছা ছিল একবার দেশে ফেরার।

কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রের তথ্য মতে, স্থায়ী আবাসন গড়ার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন তিনি। গিয়েছেন গত বছরের অক্টোবরে। আবেদন করেছেন গ্রিনকার্ডের জন্য।

এখনো সেটা পাননি বলেই দেশে আসতে পারছেন না। মার্কিন সাম্রাজ্যে গত বছর জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী। দেখতে দেখতে বছর ঘুরে আবারও এলো সেই বিশেষ দিন। এবারও কাটাচ্ছেন আমেরিকায়। দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন মৌসুমী।

banner close
banner close