শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

নতুন পেশা নিয়ে প্রভার স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১২:১০

শেয়ার

নতুন পেশা নিয়ে প্রভার স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন দূরে আছেন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে। তবে এ সময়টা বসে ছিলেন না এ অভিনেত্রী।

বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপের ওপর একটি কর্মশালা করেছেন তিনি। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন প্রভা। 

কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সার্টিফিকেট। কিন্তু এ বিষয়টি প্রভা এতদিন গোপন রেখেছিলেন। তার ইনস্টাগ্রাম আইডি থেকে বেশ কিছু মেকআপের ভিডিও পোস্ট করা হয়। যা থেকে অনেকেই ধারণা করেন প্রভা হয়তো অভিনয়কে বিদায় জানিয়ে অন্য পেশা বেছে নিয়েছেন। 

এ প্রসঙ্গে প্রভাও খোলাসা করেননি কিছুই। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে নীরবতা ভাঙেন প্রভা। 

তিনি বলেন, ‘অনেক আগে থেকেই মেকআপের ওপর আমার অন্য রকম ভালোলাগা রয়েছে। কিন্তু সময়ের অভাবে এতদিন শেখা হয়নি। অবশেষে ইচ্ছাটা পূরণ হয়েছে। ভালো একটি জায়গা থেকে শিখতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। মূলত ভালোলাগা থেকেই এটি শেখা।’

banner close
banner close