শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

কোনো পুরুষকে বিশ্বাস করেন না অহনা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ ১২:০২

শেয়ার

কোনো পুরুষকে বিশ্বাস করেন না অহনা!
ফাইল ছবি

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটক উপহার দিয়েছেন। কমেডি নাটক থেকে শিক্ষনীয় অনেক নাটকে তিনি দর্শকের নজর কেড়েছেন। মডেলিংয়েও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি তিনি শোবিজ অঙ্গন ছেড়ে দেয়ার কথা বলেছেন। নতুনদের জন্য তিনি জায়গা ছেড়ে দেবেন এমনটি বলেছিলেন ক্যামেরায়।

সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ মাধ্যমে। কাজের বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে মনে হয় যে আল্লাহ একটা কাজ বন্ধ করলে ১০টা কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ছিল আমার সমস্যা হবেনা মিডিয়াতে কাজ না করলেও।’

ধীরে ধীরে কাজ কমিয়ে দিতে চেয়েছেন অহনা। আগামী বছর কোনো কাজ করবেন না তিনি। আর করলেও খুবই কম সংখ্যক।

পুরুষ মানুষকে বিশ্বাস না করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।’

তার ভাষ্য, ‘একবার এতো বাজে ভাবে মন ভেঙেছে। এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।’
 
‘প্রবাসীর স্ত্রী’ নাটকের মাধ্যমে অহনা আবারও আলোচনায় আসেন। এই নাটকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মমচিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।
banner close
banner close