শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

জার্মান টিকটকার নোয়েলের বাংলাদেশ সফর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৪ ২০:৩৩

আপডেট: ১ নভেম্বর, ২০২৪ ২০:৪১

শেয়ার

জার্মান টিকটকার নোয়েলের বাংলাদেশ সফর
নোয়েল রবিনসন,হৃদি শেখ। ছবি: সংগৃহীত

"তিনি সুদূর জার্মানির বাসিন্দা, পুরো নাম নোয়েল রবিনসন। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে তিনি ‘নোয়েলগোজক্রেজি’ নামে পরিচিত এবং ইতিমধ্যেই বেশ সারা জাগিয়েছে।"

"নোয়েল রবিনসন এখন বাংলাদেশে। ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে ভিডিও তৈরি করছেন এবং সেগুলো নিজের  প্রোফাইল ও পেজে শেয়ার করছেন। এটা নতুন নয়; এর আগে তাকে মরুর বুকে, ফুটবল মাঠে এবং চীনের প্রাচীরে পায়ের কারিকুরি দেখাতে দেখা গেছে।"

তার পায়ের জাদুতে নেটিজেনদের মুগ্ধ করেছেন জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। সম্প্রতি তাকে ঢাকা শহরের রাস্তায় দেখা যাচ্ছে। স্থানীয় তরুণদের জন্য এটি একটি বিশেষ অভিজ্ঞতা ছিল, কারণ নোয়েলকে হঠাৎ করে তাদের মাঝে পেয়ে তারা অবাক হয়ে যান। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কখনো শাকিব খানের "উরাধুরা" গান কিংবা বাংলাদেশের নানা গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে ।

ঢাকার রাস্তায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও ক্লিপ নোয়েল ইতোমধ্যে তার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। এসব ভিডিওতে দেখা যায় দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখকে। তিনি গুলশানের রাস্তায় মাস্টার ডি, প্রতীক হাসান ও মামজি স্ট্রেনজারের ‘প্রেমে দিওয়ানা’ গানের তালে নাচছেন নোয়েল। এছাড়া, জেফার রহমানের ‘ঝুমকা’ ও প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’গানের সঙ্গেও টিকটক ও রিলস করতে দেখা গেছে । তরুণ এই টিকটকার ও নৃত্যশিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা সত্যিই চমকপ্রদ।

নোয়েলের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৫ লাখের বেশি, ইউটিউবে ১ কোটি ৭৮ লাখের বেশি, এবং ফেসবুকে তার অনুসারী ১৪ লাখের বেশি।নোয়েল কয়েক দিন হলো ঢাকায় এসেছেন এবং আরও দুদিন তিনি এখানে থাকবেন। এই সময়ের মধ্যে আরো ভিডিও তৈরির পরিকল্পনা রয়েছে তার।

নোয়েলের টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের অনুসারীরা তার দেশ-বিদেশের ভ্রমণের ভিডিওর সঙ্গে পরিচিত। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নোয়েলকে তার স্বাক্ষর নাচের মুদ্রায় দেখা যায়। মূলত কনটেন্ট তৈরি করতে তিনি বিশ্বভ্রমণে বের হন, আর সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে এসেছেন।

নোয়েলের ভিডিওতে দেখা যায়, তিনি বিভিন্ন স্থানে তার সিগনেচার নৃত্য পরিবেশন করছেন। কখনো পথচারী, দোকানদার কিংবা পুলিশের সঙ্গেও নাচের তালে মেতে উঠেছেন। এমনকি ‘তুফান’ সিনেমার ‘উরাধুরা’ গানেও তার নাচের ভিডিও রয়েছে।

বাংলাদেশি গায়িকা জেফার সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়েলকে স্বাগত জানিয়ে মজা করে লিখেছেন, "চুল নিয়ে মাথা ঘামাচ্ছেন চুলপ্রেমীরা!" এবং একটি হাসির ইমোজি যোগ করেছেন।

হৃদি শেখ ফেসবুকে তাদের একটি স্থিরচিত্র পোস্ট করে লেখেন, "নাচ যখন সেতুবন্ধ তৈরি করে, তখন জাদুকরী কিছু ঘটে। নোয়েল, আপনার সঙ্গে বাংলাদেশের আনন্দ ভাগাভাগি করার অভিজ্ঞতা দারুণ ছিল। চলুন, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে থাকি।"

 

 

banner close
banner close