শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

‘মির্জাপুর’ এবার আসছে বড় পর্দায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩৫

শেয়ার

‘মির্জাপুর’ এবার আসছে বড় পর্দায়
ছবি: সংগৃহীত

অবশেষে গুঞ্জনে পড়ল সিলমোহর। বড়পর্দায় আসছে ওটিটির ‘মির্জাপুর’ সিরিজ। সিনেমাটির নাম হতে চলেছে “মির্জাপুর দ্য ফিল্ম”।

সোমবার প্রকাশ্যে এসেছে আসন্ন ছবিটির টিজার। যেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু শর্মাদের।

জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’ সিনেমাটি। মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বড় পর্দায় ‘মির্জাপুর’ যে সকলকে ছাপিয়ে যাবে সেই আভাস এখনই পাওয়া যাচ্ছে।

‘মির্জাপুর’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। প্রথম সিজন থেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই ওটিটি সিরিজ। অন্যদিকে, সিরিজটি ব্যাপকভাবে ব্যবসা সফল। তাই নির্মাতারা আছেন ফুরফুরে মেজাজে।

২০১৮ সালে ওটিটির পর্দায় প্রথমবার মুক্তি পায় মির্জাপুর। উত্তরপ্রদেশের একটি এলাকা এবং কিছু বাহুবলীর ক্ষমতা ধরে রাখার এই লড়াইয়ের প্রেক্ষাপট। প্রধান চরিত্র ছিলেন কালিন ভাইয়া। এ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি অভিনয় করে বিপুলভাবে দর্শক সমাদৃত হন।

সেইসঙ্গে প্রথম সিজনের পর থেকেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে বাকি চরিত্ররা। গুড্ডু ভাইয়া, মুন্না ভাইয়া থেকে গলু গুপ্তা কিংবা ছোটে বড়ে অথবা মাধুরী দেবী কিংবা শারদ শুক্লা প্রতিটি চরিত্রেই দর্শকের মনোজগতে নিজস্ব ছাপ রেখে যেতে সক্ষম হয়েছে।

তৃতীয় সিজন শেষ হয়েছিল একেবারে রুদ্ধশ্বাস একটি পর্বে। পূর্বাঞ্চল ও মির্জাপুর ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে থাকবে, এমন জায়গায় শেষ হয় সিজন ৩। তাইতো অনুরাগীরা মুখিয়ে রয়েছেন চতুর্থ সিজনের জন্য, যেটি মুক্তি পাবে সিনেমা হিসেবে বড়পর্দায়।- 

banner close
banner close