শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

রাফীর নতুন সিনেমায় থাকবে শেখ হাসিনা পালানোর গল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪ ০৯:৩১

শেয়ার

রাফীর নতুন সিনেমায় থাকবে শেখ হাসিনা পালানোর গল্প
ফাইল ছবি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই গল্পকে পুঁজি করে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করলেন ‘তুফান’র নির্মাতা রায়হান রাফী। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ’ শিরোনামের আলোচনার অনুষ্ঠানে অতিথি হয়ে এই ঘোষণা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নির্মাতাকে প্রশ্ন করেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন কি না? জবাবে রাফী বলেন, ‘এই জুলাই অভ্যুত্থানে এত এত গল্প। এই জুলাই নিয়ে অনেকগুলো সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়ত নির্মাণ করব। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন বানাব না।’

নির্মাতা আরও বলেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়, এর মাধ্যমে একটা গল্পকে একটা জায়গায় বন্দী করা যায়। এই যে আমাদের একটা আন্দোলন হলো, একটা সময় গিয়ে কিন্তু মানুষ ভুলে যাবে। মানুষ দেখবে না, জানবে না। কিন্তু যখন কোনো সিনেমায় এই দৃশ্যগুলো থাকবে, তখন মানুষের মনে থাকবে।’

এ সময় শাকিব খান অভিনীত ‘তুফান’র প্রসঙ্গও টানা হয়। নির্মাতা জানান, সিনেমাটির গল্পে বিগত সরকারের নানা অনিয়মের কথা তুলে ধরা হয়েছে। তাও খুব চালাকি ও সতর্কতার সঙ্গে। রাফীর কথায়, ‘সিনেমাটি আমি খুব চালাকি করে বানিয়েছি। “তুফান” আমরা দেখিয়েছি, তুফান একজন বড় সন্ত্রাসী। সে কীভাবে দেশ দখল করছে। সে একটা দলের সবাইকে খুন করে ভোট ডাকাতি করে আরেকটা দলকে ক্ষমতা দিয়েছে। আগের সরকার কিন্তু এই কাজই করেছিল। আমি গানে গানে শাকিব খানের ভাবচক্কর দিয়ে এমনভাবে সেটা দেখিয়েছি যে, ওরা অনেকে বুঝতেই পারেনি যে আসলে কী দেখানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা “তুফান” যদি আরেকবার খেয়াল করে দেখেন, বুঝবেন এর গল্প কিন্তু ডার্ক পলিটিকস। আমি এমনভাবে দেখানোর চেষ্টা করছি যে, সেন্সর বোর্ড বুঝতেই পারেনি যে, আমি আসলে ভোট ডাকাতির গল্প বলছি। আমি এভাবেই সিনেমা বানানোর চেষ্টা করি। মাঝে মধ্যে পার পাই, মাঝে মধ্যে পাই না। যেমন “অমীমাংসিত”তে পাইনি। এই গল্পটা বললাম এ কারণে মানুষ যদি চায়, তাহলে সবকিছুই অর্জন করতে পারে।’

banner close
banner close