বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

৩৫ বছর পর আবারও ছোট পর্দায় আসছে শাহরুখের ফৌজি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১০:৪৩

শেয়ার

৩৫ বছর পর আবারও ছোট পর্দায় আসছে শাহরুখের ফৌজি!
ছবি: সংগৃহীত

সালটা ১৯৮৯, সেই বছরই ছোট পর্দায় ফৌজি ধারাবাহিকের মাধ্যমে নজর কেড়েছিলেন শাহরুখ খান। বর্তমানে তিনি বলিউডের সুপারস্টার। তাঁর ছবি মানেই ব্লকবাস্টার। কিন্তু তার কেরিয়ার শুরু যে ধারাবাহিকের হাত ধরে সেই ফৌজি ৩৫ বছর পর ফিরছে ছোট পর্দায়।

জানা গিয়েছে চিত্রনির্মাতা সন্দীপ সিং দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়েছেন এই কালজয়ী ধারাবাহিককে পুনরুজ্জীবিত করে তোলার জন্য। এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ' আমরা আবারও অন্যতম জনপ্রিয় এবং কালজয়ী শোকে ফিরিয়ে আনতে চলেছি নতুন এবং আরও এক্সাইটিং ভাবে। ১৯৮৯ সালে ফৌজি দেশকে শাহরুখ খানকে উপহার দিয়েছিল ওর ট্যালেন্ট এবং এনার্জির ঝলক দেখিয়ে। আশা করব ফৌজি ২ ও ইতিহাস গড়ে তুলবে।'

জানা গিয়েছে ফৌজি ২ তে বিগ বস ১৭ খ্যাত বিকাশ জৈনকে কর্নেল সঞ্জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে। গওহর খানকে দেখা যাবে লেফট্যানেন্ট কর্নেল সিমরজিৎ কৌরের চরিত্রে। এছাড়াও সন্দীপ সিং এই ধারাবাহিকের মাধ্যমে ১২ জন নতুন অভিনেতাকে লঞ্চ করতে চলেছেন যাঁদের তিনি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর অভিনয়ের দক্ষতা দেখে বেছে এনেছেন।

এ ছাড়া ফৌজি ২ তে দক্ষ দেশাইয়ের চরিত্রে থাকবেন আশিস ভরদ্বাজ, উৎকর্ষ কোহলিকে দেখা যাবে রংরেজ ফোগাট, রুদ্র সোনিকে দেখা যাবে হারুন মালিকের চরিত্রে। থাকবেন দার্জিলিয়ের আকাশ ছেত্রী, কানপুরের নীল সাতপুরা, চেন্নাইয়ের প্রিয়াংশু রাজগুরু, প্রমুখ।

এই সিরিজের টাইটেল ট্র্যাক গেয়েছেন সোনু নিগম। এছাড়াও থাকবে মোট ১১টি গান। শ্রেয়স পুরানিক এই সিরিজের মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন। সন্দীপ সিং, ভিকি জৈন, জাফর মেহেদী ফৌজি ২ ছবিটির প্রযোজনা করছেন। আর গল্প লিখেছেন অমরনাথ ঝা, বিশাল চতুরবেদী, অনিল চৌধুরী, চৈতন্য তুলসিয়ন।

banner close
banner close