বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

পূজার গান নিয়ে এলেন বারিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ ১৬:১৭

আপডেট: ৪ অক্টোবর, ২০২৪ ১৬:১৯

শেয়ার

পূজার গান নিয়ে এলেন বারিশ
বারিশ হক। ছবি: ইউটিউব

নৃত্যশিল্পী, মডেল ও উপস্থাপিকা বারিশ হক। এর বাইরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের জনপ্রিয় একজন ব্র্যান্ড প্রোমোটার হিসেবেও, যা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। তাই সেভাবে আর অভিনয় ও নাচ করতে দেখা যায় না তাকে।

এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে ইউটিউবে বারিশের ‘লাগছে কেমন’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।

গানটি লিখেছেন ও টোন করেছেন সিকে দে চয়ন। গানটি বৃহস্পতিবার, ইনডেক্স মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটি গেয়েছেন জয় জেসওয়াল, স্নিগ্ধা রিতা রায় ও অনিন্দিতা সাহা অথি।

নিজের নতুন গান নিয়ে বারিশ বলেন, অকেশন ছাড়া এখন আর সেভাবে নাচ করা হয় না। তাই এবার দুর্গাপূজায় সুযোগ পেয়েই নতুন একটি গানে নৃত্য করলাম। কাজটি করে আমি অনেক আনন্দিত। কারণ আমার সনাতন ধর্মের বন্ধু ও ভক্তদের জন্য কাজটি করেছি। আমার পক্ষ থেকে তাদের জন্য পূজার উপহার এই গান ‘লাগছে কেমন’। গানটির নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

এই গানের জন্য বারিশকে ওজনও কমাতে হয়েছে অনেক। কারণ মাতৃত্বের পর তার ওজন বেড়ে যায়। এ কারণে কঠোর পরিশ্রম করতে হয় তাকে। নতুন এই গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি।

banner close
banner close