বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

আইটেম গানে অশ্লীল নাচেরই প্রত্যাশা থাকে সবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ১৪:০৭

শেয়ার

আইটেম গানে অশ্লীল নাচেরই প্রত্যাশা থাকে সবার
ফাইল ছবি

পর্দায় আবেদনময়ী চরিত্রে নিজেকে জাহির করলেও এখনও কোনো আইটেম গানে নাচতে দেখা যায়নি অনন্যা পাণ্ডেকে।

সম্প্রতি মুম্বাইভিত্তিক এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আইটেম গানে নাচার বিষয়ে অনন্যা বলেন, আইটেম নাচ করাটা বড় বিষয় করে দেখা উচিৎ নয়। কোনও সিনেমায় ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা। অশ্লীলতা প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে। 

তিনি আরও বলেন, যদি কোনও আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।

সামনে বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন সাইবার-থ্রিলার ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। আগামী ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

banner close
banner close