বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

অভিনেত্রীদের চরিত্র হরণ নিয়ে তানজিন তিশার পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৫

আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৯

শেয়ার

অভিনেত্রীদের চরিত্র হরণ নিয়ে তানজিন তিশার পোস্ট
তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার বর্সতমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও এখন প্রস্তুতি নিচ্ছেন বড়পর্দার। খুব শিগগির তাকে দেখা যাবে বড়পর্দায়।

তানজিন তিশা শুধু অভিনয়ই নয়, নানান ইস্যুতে সরব থাকেন। যে কোনো বিষয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে কিংবা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় তানজিন তিশাকে। এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের চরিত্র হরণ নিয়ে পোস্ট দিলেন তিনি।

শনিবার এক পোস্টে তানজিন তিশা লিখেছেন, কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেনো? একটা মেয়ে সাধনা, অধ্যবসায় ও পরিশ্রমের পর দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হতে পারে।

তিনি বলেন, ‘আমরা পরিবারের চেয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশন সংশ্লিষ্ট মানুষগুলোর সঙ্গেই বেশি সময় কাটাই, সেদিক থেকে এইটিও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে। যেখানে সম্পর্ক আছে, সেখানে ভুল-বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাইবোনদের সঙ্গেও ভুল-বোঝাবুঝি হয়।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে, কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন?’

 

 

 

banner close
banner close