শুক্রবার

৩০ জানুয়ারি, ২০২৬ ১৭ মাঘ, ১৪৩২

বদলে গেল বঙ্গবন্ধু ল’ কলেজের নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ০৮:৪৯

শেয়ার

বদলে গেল বঙ্গবন্ধু ল’ কলেজের নাম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা অফিস আদেশে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা জেলায় অবস্থিত বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করে ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে।

নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, দপ্তর প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং আইসিটি দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকার দক্ষিণ কমলাপুর, মতিঝিলে অবস্থিত কলেজটির অধ্যক্ষকেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।



banner close
banner close