সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ১৩ মাঘ, ১৪৩২

আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হচ্ছে বিএমএড-এমএমএড কোর্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ১৬:১০

শেয়ার

আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হচ্ছে বিএমএড-এমএমএড কোর্স
ছবি: সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষকদের জন্য প্রফেশনাল কোর্স হিসেবে এক বছর মেয়াদি বিএমএড (ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন) এবং এমএমএড (মাস্টার্স অব মাদ্রাসা এডুকেশন) কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে ইআইবির উপাচার্য বলেন, পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ অপরিহার্য। তাই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, যোগ্যতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রফেশনাল বিএমএড ও এমএমএড কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছি। এতে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোদেজা খাতুন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হকসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে তিন বছর মেয়াদি ফাজিল (পাস কোর্স) চার বিষয়ে দুই বছর মেয়াদি কামিল (মাস্টার্স) কোর্স ও সাত বিষয়ে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) কোর্স রয়েছে।



banner close
banner close