ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) পর্যায়ে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ চালুর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ভিসি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মাদরাসাগুলোতে যোগ্য আলেম তৈরির পাশাপাশি দক্ষ নাগরিক তৈরির পরিকল্পনা রয়েছে। ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে পড়ালেখা করে শিক্ষার্থীরা এখন ব্যাংকিং জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। নতুন বিভাগ যোগ হওয়ায় স্নাতক পর্যায়ে বিষয়ভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ — এই ছয়টি বিভাগে অনার্স কোর্স চালু আছে। নতুন বিভাগ যুক্ত হওয়ায় এখন থেকে শিক্ষার্থীরা ৭টি বিষয়ে স্নাতকে অধ্যয়ন করার সুযোগ পাবেন।
আরও পড়ুন:








