রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

নয়টি ভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেয়া হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ২১:৩৩

শেয়ার

নয়টি ভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেয়া হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে ২ পদে ১৯ কর্মী নিয়োগে ১২ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা);

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা);

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন করবেন যেভাবে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৫০ টাকা (জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট করতে হবে) জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় সরাসরি অথবা ডাকযোগে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বরাবর নিজ হাতে লিখিত ৪ সেট আবেদনপত্র জমা দিতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টা;



banner close
banner close